সংবাদ শিরোনাম

recent

এমপিওভুক্ত হচ্ছে ১০৯০টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা


অনলাইন ডেস্ক:

সারা দেশের ১০৯০টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অবশেষে এমপিওভুক্ত হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই এই এমপিওভুক্তির ঘোষণা আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ জানিয়েছেন, দেশের ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে ১৩২৭টি মাদ্রাসা এমপিওভুক্তির জন্য আবেদন করেছিল। যাচাই-বাছাই শেষে ১০৯০টি মাদ্রাসাকে এমপিওভুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে। শর্ত পূরণ না করায় ২৩৭টি মাদ্রাসা এই তালিকায় আসতে পারেনি বলেও তিনি জানান।

এমপিওভুক্তির ঘোষণা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা আগামী দুই মাসের মধ্যে নতুন বেতন স্কেলে ভাতা পেতে পারেন বলে জানা গেছে।

এর আগে, চলতি বছরের ২৬ জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০২৫ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতেই এই তালিকা প্রণয়ন করা হয়েছে।’


এমপিওভুক্ত হচ্ছে ১০৯০টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা Reviewed by প্রান্তিক জনপদ on 7/28/2025 05:26:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.